Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার


 

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

প্রদত্ত সেবাসমূহ

মন্তব্য

গভীর নলকূপ স্থাপন, বিদ্যুৎতায়ন,সেচ কার্যক্রম পরিচালনা ও রক্ষনাবেক্ষন।

 

সেচের পানি সুষ্ঠ ব্যবহার এবং সেচ এলাকা বৃদ্ধিকল্পে পানি বিতরন ব্যবস্থা নির্মান।

 

গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ, পরিচালনা ও রক্ষনাবেক্ষন।

 

গভীর নলকূপ সমূহে মোবাইল ভেন্ডিং ডিলার ও খন্ডকালীন অপারেটর নিয়োগের মাধ্যমে বেকারত্বের অভাব পুরন।

 

 ভূ-উর্পস্থি পানির উৎস বৃদ্ধি কল্পে খাল ও খাসমজা পুকুর পূনঃ খনন ।

 

সেচ সংক্রান্ত যাবতীয় সমস্যার যথাসম্ভব সমাধান ও ফসলের বহুমুখী করণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি।

 

নার্সারীতে ফলজ, বনজ ও ঔষধী চারা উৎপাদন, রোপন ও বিক্রয়করন।

 

প্রাকৃতিক ভারসাম্য আনয়নকল্পে সরকারী রাস্তা, খাস পুকুর ও খাল পাড়ে বৃক্ষ রোপন।

 

কৃষক পর্যায়ে উন্নত বীজ উৎপাদন ও বিক্রয়করন।

 

১০

ফসল বাজারজাত করন ও যাতাযাত ব্যবস্থা  উন্নয়নের জন্য গ্রামীণ  সড়ক পাকাকরন, ব্রীজ ও কালর্ভাট নির্মান।

 

১১

দক্ষজনগোষ্ঠী গড়ে তোলার লক্ষে কৃষি সম্পর্কিত বিবিধ প্রশিক্ষন প্রদান।

 

 

 

 

 

 

(প্রকৌশলী মোঃ মাহ্ফুজুর রহমান)

সহকারী প্রকৌশলী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ

মান্দা জোন, নওগাঁ।